গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
০৮ নং তাড়ল ইউনিয়ন পরিষদ কার্যালয়উপজেলা: দিরাই,
জেলা: সুনামগঞ্জ।
সভার স্থান: ইউপি কমপেস্নক্স ভবন
সভার তারিখ: ০৩/১২/২০১৩খ্রি:।
সভার সময়: ১১.০০ ঘটিকা।
সভার সভাপতি: মোঃ নুরুল হক তালুকদার
চেয়ারম্যান
তাড়ল ইউ/পি
দিরাই, সুনামগঞ্জ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ: ’’পরিশিষ্ট ক’’
অদ্য ০৩/১২/২০১৩ খ্রি: তারিখে ০৮ নং তাড়ল ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থবছরের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী ভাতা গ্রহীতা নির্বাচনের সভার সভাপতি জনাব মোঃ জালাল উদ্দিন খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন।
২নং আলোচ্যসূচীর আলোকে সভাপতি উপস্থিত সকলকে অবগত করে বলেন যে, ১৩নং মন্দরী ইউনিয়নে ২০১৩-২০১৪ অর্থবছরের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী ভাতা গ্রহীতা নির্বাচনের জন্য অগ্রাধিকার ক্রমে বয়স্ক ভাতা ৩৮(আটত্রিশ) টি, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা ১৬(ষোল) টি এবং প্রতিবন্ধী ভাতা ৪(চার) টি নাম বরাদ্দ পাওয়া গিয়াছে। সূত্র: উসসেকা/বানি/হবি/৬৮৮(১৫) নং স্মারক, তাং ০১/১০/২০১৩খ্রি:। উক্ত বরাদ্দকৃত সংখ্যার বিপরীতে বয়স্ক ভাতার ÿÿত্রে প্রতি ওয়ার্ডে ১০ জন পুরম্নষ ও ১০ জন মহিলা, বিধবা ভাতার ÿÿত্রে প্রতি ওয়ার্ডে ৫ জন মহিলা এবং প্রতিবন্ধী ভাতার ÿÿত্রে ইউনিয়নে ১০ জন ভাতাভোগীর অগ্রাধিকার তালিকা প্রস্ত্তত করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাঠাতে হবে। সভাপতি সাহেবের আলোচনার পর উপস্থিত সকল সদস্যবৃন্দের আলোচনা পর্যালোচনার পর উলেস্নখিত বন্টন অনুযায়ী সংযুক্ত তালিকা মোতাবেক বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী ভাতা গ্রহীতা নির্বাচনের সিদ্ধামত্ম সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আর কোন আলাপ-আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS