এক নজরে তাড়ল ইউনিয়ন
কালের স্বাক্ষী বহনকারী কালনীর তীরে গড়ে উঠা দিরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তাড়ল ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ তাড়ল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম- ০৮ নং তাড়ল ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন-৩৭.৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা- ২০,৭৪৫জন (প্রায়) পুরুষ-১০,৭৭৩ জন , মহিলা-৯,৯৭২ জন । (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) ভোটার সংখ্যা- ১৫ ১৫৫ জন
ঙ) গ্রামের সংখ্যা- ২৪টি।
চ) মৌজার সংখ্যা- ১০টি।ছচ) হাট/বাজার সংখ্যা -২টি যথা- ১) ধল বাজার, ২) টেলিফোন বাজার
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম- সিএনজি/রিক্সা, বর্ষায় নৌকায় ।
জ) শিক্ষার হার – ৩৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি- ১) ধল পাবলিক উচ্চ বিদ্যালয়, ২) তাড়ল উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ আব্দুল কদ্দুছ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান- ১ টি শাহ আব্দুল করিমের বাড়ি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল- ১৬/১০/২০০৯ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ- ২০/০৮/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ- ২৯/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ-২০/০৮/২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
০১ নং ওয়ার্ড- (১) ভাটিধল
০২ নং ওয়ার্ড- (২) তাড়ল, (৩) রণভূমি, (৪) রামপুর, (৫) জালালপুর
০৩ নং ওয়ার্ড- (৬) উজানধল, (৭) কাদিরপুর
০৪ নং ওয়ার্ড- (৮) ধল আশ্রম, (৯) পূর্ব আশ্রম
০৫ নং ওয়ার্ড- (১০) পশ্চিম আশ্রম, (১১) চান্দপুর, (১২) কলিদ্রুম,
০৬ নং ওয়ার্ড- (১৩) আমিরপুর, (১৪) সরালিতোপা
০৭ নং ওয়ার্ড- (১৫) ডাইয়ারগাঁও, (১৬) ভাঙ্গাডহর, (১৭) বুরহানপুর, (১৮) ইসলামপুর
০৮ নং ওয়ার্ড- (১৯) বাউসী, (২০) নোয়াগাঁও
০৯ নং ওয়ার্ড- (২১) জালালনগর, (২২) তলবাউসী, (২৩) সন্তোষপুর, (২৪) রাজনগর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত চেয়ারম্যান-০১ জন
২) নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য-০৩ জন।
৩) নির্বাচিত সাধারণ আসনের সদস্য-০৯ জন।
৪) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৫) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর -০১ জন
৬) উদ্দ্যোক্তা - ২ জন- পুরুষ-০১, নারী-০১
৭) দফাদার-০১ জন, মহল্লাদার (গ্রাম পুলিশ) -৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস