Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাক্ত ব্যক্তিত্ব

১।  মরহুম - বাউল সর্ম্রাট শাহ আব্দুল করিম

১২ সেপ্টেম্বর ২০০৯ সকাল ৭ টা ৫৮ মিনিটে দেহ রেখেছেন বাংলাদেশের সুবিখ্যাত সঙ্গীতকার সাধক শিরোমনি শাহ আবদুল করিম। তিনি ১৯১৬ খ্রিস্টাব্দে বৃহত্তর সিলেট জেলার সুনামগঞ্জের দিরাই থানার  তাড়ল ইউনিয়নের  ধল গ্রামে তার জন্ম গ্রহণ করেন। সঙ্গীতজীবনের প্রথম দিকে বৃহত্তর সিলেট অঞ্চলের গ্রামে গ্রামে মালজোড়া গান গেয়ে ফিরতেন। জীবদ্দশায় রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছিলেন। তাঁর গান গ্রামের সাধারণ থেকে শুরু করে শহুরে আধুনিক ও সাম্প্রতিক সঙ্গীতধারা ব্যান্ডসঙ্গীতের শিল্পীদেরও আকৃষ্ট করেছে এবং বহু শিল্পী তাঁর গান গেয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। বহু জনপ্রিয় গানের বাণীর এই মহান রচক ও সুরস্রষ্টা শাহ আবদুল করিম-এর জীবন ।

 

২। সুষেন চন্দ্র দাস । অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রনালয় ঢাকা ।

৩। মোঃ ইনার উদ্দিন পাইম । প্রফেসর সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ ।

৪। জামিল চৌধুরী । বেসরকারী এন,জি,ও প্রতিষ্টাতা ।

৫।মরহুম - গোলাম জিলানী চৌধুরী । বিশিষ্ট রাজ নীতি বিদ ।

৬। মরহুম - সুজাত আহমদ চৌধুরী । সামাজিক সংঘটনের  প্রতিষ্টাতা ।